ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাইল্ড স্ট্রোকে আইসিইউতে নির্মাতা শেখ নজরুল ইসলাম

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 75

মাইল্ড স্ট্রোকে আইসিইউতে নির্মাতা শেখ নজরুল ইসলাম

‘চাঁদের আলো’খ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ ভর্তি আছেন। রোববার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও ‘চাঁদের আলো’ সিনেমার নায়িকা রুমানা ইসলাম মুক্তি।

মুক্তি ফেসবুকে জানান, যদিও তাঁর অভিনয়জীবনের প্রথম সিনেমা ছিল ‘পদ্মা নদীর মাঝি’, নায়িকা হিসেবে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘চাঁদের আলো’। সেই ছবির নায়িকা হিসেবে তাঁকে বেছে নিয়েছিলেন পরিচালক শেখ নজরুল ইসলাম এবং চিত্রগ্রাহক মাহফুজ। মুক্তি লিখেছেন, ক্যামেরার সামনে প্রথমবার দাঁড়ানোর আগে নির্মাতা তাঁকে সাহস দিয়ে বলেছিলেন, “নার্ভাস হবে না, তুমি পারবে।” এক টেকেই শট সম্পন্ন হলে পরিচালক নিজেই তালি দিয়ে উৎসাহিত করেছিলেন।

মুক্তি আরও লিখেছেন, শেখ নজরুল ইসলাম শুধু একজন পরিচালক নন; তিনি গল্প, সংলাপ, চিত্রনাট্য রচনা, গীত রচনা এবং অভিনয়সহ চলচ্চিত্রের বিভিন্ন শাখায় সমান দক্ষ। ব্যক্তিগতভাবে তিনি খুব গুছানোভাবে কাজ করতেন এবং নতুনদের উদ্বুদ্ধ করতেন। এই গুণের কারণে অনেক শিল্পীর কাছে তিনি পরামর্শদাতা এবং প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।

দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। মুক্তি জানান, নিয়মিত তিনি নির্মাতার খোঁজখবর নিতেন। নির্মাতাও একাধিকবার ইচ্ছা প্রকাশ করেছিলেন—শরীর একটু ভালো হলে আবার নতুন সিনেমা নির্মাণে ফিরবেন। কয়েকদিন আগে নির্মাতার স্ত্রীর সঙ্গেও মুক্তির কথা হয়, তখনও জানা যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

বর্তমানে খ্যাতিমান চলচ্চিত্রকারের অবস্থাই আশঙ্কাজনক। মুক্তি অনুরাগীদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, “সোমবার দুপুরে অবস্থার অবনতি হলে মামাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাইল্ড স্ট্রোকে আইসিইউতে নির্মাতা শেখ নজরুল ইসলাম

সর্বশেষ আপডেট ১১:৩৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

‘চাঁদের আলো’খ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ ভর্তি আছেন। রোববার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও ‘চাঁদের আলো’ সিনেমার নায়িকা রুমানা ইসলাম মুক্তি।

মুক্তি ফেসবুকে জানান, যদিও তাঁর অভিনয়জীবনের প্রথম সিনেমা ছিল ‘পদ্মা নদীর মাঝি’, নায়িকা হিসেবে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘চাঁদের আলো’। সেই ছবির নায়িকা হিসেবে তাঁকে বেছে নিয়েছিলেন পরিচালক শেখ নজরুল ইসলাম এবং চিত্রগ্রাহক মাহফুজ। মুক্তি লিখেছেন, ক্যামেরার সামনে প্রথমবার দাঁড়ানোর আগে নির্মাতা তাঁকে সাহস দিয়ে বলেছিলেন, “নার্ভাস হবে না, তুমি পারবে।” এক টেকেই শট সম্পন্ন হলে পরিচালক নিজেই তালি দিয়ে উৎসাহিত করেছিলেন।

মুক্তি আরও লিখেছেন, শেখ নজরুল ইসলাম শুধু একজন পরিচালক নন; তিনি গল্প, সংলাপ, চিত্রনাট্য রচনা, গীত রচনা এবং অভিনয়সহ চলচ্চিত্রের বিভিন্ন শাখায় সমান দক্ষ। ব্যক্তিগতভাবে তিনি খুব গুছানোভাবে কাজ করতেন এবং নতুনদের উদ্বুদ্ধ করতেন। এই গুণের কারণে অনেক শিল্পীর কাছে তিনি পরামর্শদাতা এবং প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।

দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। মুক্তি জানান, নিয়মিত তিনি নির্মাতার খোঁজখবর নিতেন। নির্মাতাও একাধিকবার ইচ্ছা প্রকাশ করেছিলেন—শরীর একটু ভালো হলে আবার নতুন সিনেমা নির্মাণে ফিরবেন। কয়েকদিন আগে নির্মাতার স্ত্রীর সঙ্গেও মুক্তির কথা হয়, তখনও জানা যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

বর্তমানে খ্যাতিমান চলচ্চিত্রকারের অবস্থাই আশঙ্কাজনক। মুক্তি অনুরাগীদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, “সোমবার দুপুরে অবস্থার অবনতি হলে মামাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।”