ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় বিয়েও টিকল না অভিনেত্রী মীরার

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 95

তৃতীয় বিয়েও টিকল না অভিনেত্রী মীরার

তৃতীয় বিয়েও টিকল না ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের। সম্প্রতি তার ডিভোর্স হয়েছে। চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমের সঙ্গে মাত্র এক বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মীরা নিজেই।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা জানান। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মীরা লিখেছেন, ‘আমি, অভিনেত্রী মীরা বাসুদেবন ঘোষণা করছি যে ২০২৫ সালের আগস্ট থেকে আমি আনুষ্ঠানিকভাবে অবিবাহিত।’

দক্ষিণী এ তারকা আরও লিখেছেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে শান্ত এবং সুন্দর সময় পার করছি।’ তার বক্তব্য থেকে স্পষ্ট—কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়ে গেছে; এবার তা শুধু প্রকাশ্যে জানানো হলো।

গত বছরের মে মাসে কোয়েম্বাটুরে মীরা ও বিপিনের বিয়ে হয়। এটি ছিল মীরার তৃতীয় বিয়ে। কিন্তু এক বছরও পূর্ণ হওয়ার আগে তাদের ডিভোর্স হয়ে যায়। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর ইনস্টাগ্রাম থেকে বিপিনের সঙ্গে থাকা সব ছবি ও ভিডিও মুছে ফেলেছেন তিনি।

‘কুদুম্ববিলাক্কু’ ধারাবাহিকের সেটেই মীরা ও বিপিনের প্রথম দেখা। পেশাগত পরিচয় থেকেই দুজনের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। পালাক্কাড়ের বাসিন্দা বিপিন টেলিভিশনের কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে ও একাধিক তথ্যচিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।

এর আগে অভিনেতা জন কোকেনের সঙ্গে বিয়ে হয়েছিল মীরার। সেই সংসারে আরিহা নামে একটি ছেলে রয়েছে।

দক্ষিণী চলচ্চিত্রে প্রাণবন্ত অভিনয়ের জন্য দর্শকের কাছে পরিচিত মীরা বাসুদেবন মোহনলালের বিপরীতে ‘ব্লেসির থানমাথরা’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। টেলিভিশনে নিয়মিত হওয়ার আগেই তিনি ‘ওরুভান’, ‘একান্তম’, ‘কাক্কি’, ‘পচমরথনলিল’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তৃতীয় বিয়েও টিকল না অভিনেত্রী মীরার

সর্বশেষ আপডেট ১১:০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

তৃতীয় বিয়েও টিকল না ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের। সম্প্রতি তার ডিভোর্স হয়েছে। চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমের সঙ্গে মাত্র এক বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মীরা নিজেই।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা জানান। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মীরা লিখেছেন, ‘আমি, অভিনেত্রী মীরা বাসুদেবন ঘোষণা করছি যে ২০২৫ সালের আগস্ট থেকে আমি আনুষ্ঠানিকভাবে অবিবাহিত।’

দক্ষিণী এ তারকা আরও লিখেছেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে শান্ত এবং সুন্দর সময় পার করছি।’ তার বক্তব্য থেকে স্পষ্ট—কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়ে গেছে; এবার তা শুধু প্রকাশ্যে জানানো হলো।

গত বছরের মে মাসে কোয়েম্বাটুরে মীরা ও বিপিনের বিয়ে হয়। এটি ছিল মীরার তৃতীয় বিয়ে। কিন্তু এক বছরও পূর্ণ হওয়ার আগে তাদের ডিভোর্স হয়ে যায়। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর ইনস্টাগ্রাম থেকে বিপিনের সঙ্গে থাকা সব ছবি ও ভিডিও মুছে ফেলেছেন তিনি।

‘কুদুম্ববিলাক্কু’ ধারাবাহিকের সেটেই মীরা ও বিপিনের প্রথম দেখা। পেশাগত পরিচয় থেকেই দুজনের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। পালাক্কাড়ের বাসিন্দা বিপিন টেলিভিশনের কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে ও একাধিক তথ্যচিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।

এর আগে অভিনেতা জন কোকেনের সঙ্গে বিয়ে হয়েছিল মীরার। সেই সংসারে আরিহা নামে একটি ছেলে রয়েছে।

দক্ষিণী চলচ্চিত্রে প্রাণবন্ত অভিনয়ের জন্য দর্শকের কাছে পরিচিত মীরা বাসুদেবন মোহনলালের বিপরীতে ‘ব্লেসির থানমাথরা’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। টেলিভিশনে নিয়মিত হওয়ার আগেই তিনি ‘ওরুভান’, ‘একান্তম’, ‘কাক্কি’, ‘পচমরথনলিল’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।