মধ্যরাতে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক
- সর্বশেষ আপডেট ১০:৫৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 71
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেসবুকে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রাসেল টাওয়ার এলাকা থেকে কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে শাহবাগ থানায় হস্তান্তর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া দেন। ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ তার পোস্টে দাবি করেন—লাভলুকে চিহ্নিত করে পুলিশের হাতে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে ‘জঙ্গি মানসিকতার’ ব্যক্তিদেরও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জানান—লাভলুকে থানায় সোপর্দ করা হয়েছে এবং যেসব শিক্ষক বা কর্মকর্তা গণহত্যার দায়ীদের পক্ষ নেন, তাদের বিরুদ্ধেও একই অবস্থান বজায় থাকবে। তিনি বলেন, আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধতা থেকে অবস্থান নিয়েছেন।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের তার পোস্টে উল্লেখ করেন, ‘হাসিনার পক্ষে অবস্থান নেওয়া এই ডেপুটি রেজিস্ট্রারকে চিহ্নিত করা হয়েছে, এবং সবাইকে আইনের আওতায় আনা হবে।’
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, শিক্ষার্থীরা লাভলু মোল্লা শিশিরকে থানায় জমা দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওএসডি করেছিল। নতুন পরিস্থিতির আলোকে তার বিষয়ে আবারো সিদ্ধান্ত নেওয়া হবে।
লাভলু মোল্লা শিশির ছাত্রজীবনে মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।































