ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 98

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব জাতিসংঘে অনুমোদন

গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবটি উত্থাপন করেছিল, তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। ট্রাম্প কর্তৃক ঘোষিত যুদ্ধবিরতি প্রস্তাবের অংশ হিসেবেই এ বাহিনীর নকশা ও কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।

তবে হামাস জানিয়ে দিয়েছে, গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন তারা মেনে নেবে না। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে সংগঠনের মুখপাত্র বলেন, এ ধরনের উদ্যোগ ইসরায়েলের দখলদারিত্বকে সরিয়ে নতুন ধরনের বিদেশি নিয়ন্ত্রণ আরোপ করবে, যা গ্রহণযোগ্য নয়।

এদিকে গাজার দারাজ এলাকায় একটি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে, যার মধ্যে একটি শিশু রয়েছে।

গাজার প্রশাসনের হিসাব অনুযায়ী, শীতের প্রকোপ বাড়ায় কমপক্ষে তিন লাখ তাঁবুর প্রয়োজন দেখা দিয়েছে—যা হলে বাস্তুচ্যুত মানুষদের জন্য জরুরি অস্থায়ী আশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।

অক্টোবর ২০২৩ সালে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ৬৯ হাজার ৪৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৭০৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হন এবং প্রায় ২০০ মানুষকে অপহরণ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব অনুমোদন

সর্বশেষ আপডেট ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবটি উত্থাপন করেছিল, তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। ট্রাম্প কর্তৃক ঘোষিত যুদ্ধবিরতি প্রস্তাবের অংশ হিসেবেই এ বাহিনীর নকশা ও কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।

তবে হামাস জানিয়ে দিয়েছে, গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন তারা মেনে নেবে না। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে সংগঠনের মুখপাত্র বলেন, এ ধরনের উদ্যোগ ইসরায়েলের দখলদারিত্বকে সরিয়ে নতুন ধরনের বিদেশি নিয়ন্ত্রণ আরোপ করবে, যা গ্রহণযোগ্য নয়।

এদিকে গাজার দারাজ এলাকায় একটি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে, যার মধ্যে একটি শিশু রয়েছে।

গাজার প্রশাসনের হিসাব অনুযায়ী, শীতের প্রকোপ বাড়ায় কমপক্ষে তিন লাখ তাঁবুর প্রয়োজন দেখা দিয়েছে—যা হলে বাস্তুচ্যুত মানুষদের জন্য জরুরি অস্থায়ী আশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।

অক্টোবর ২০২৩ সালে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ৬৯ হাজার ৪৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৭০৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হন এবং প্রায় ২০০ মানুষকে অপহরণ করা হয়।