শিরোনাম
টুঙ্গিপাড়ায় আ. লীগ নেতার পদত্যাগ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
- সর্বশেষ আপডেট ০৯:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 74
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা তয়েব আলী শেখ কুশলী প্রাথমিক সদস্যসহ সকল পদ ও পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আ. লীগ সভাপতি। তিনি বলেন, দীর্ঘদিন অসুস্থতার কারণে এবং বয়স বৃদ্ধির কারণে তিনি আর দলের কোনো পদে থাকবেন না। ভবিষ্যতে তিনি নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর টুঙ্গিপাড়ায় মোট ছয় জন নেতা পদত্যাগ করেছেন।

































