পররাষ্ট্র উপদেষ্টা
চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইবো
- সর্বশেষ আপডেট ০৭:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 89
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ সরকার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাইবে। তিনি বলেন, আদালতের রায়ে তাদের সাজা হয়েছে, তাই নিয়মমাফিক ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। আইনি বাধ্যবাধকতা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আইনগত ব্যাখ্যার অন্তর্ভুক্ত হওয়ায় তিনি মন্তব্য করতে চান না। তবে তার মতে, “শাস্তির পর তাদের দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতেই হবে।”
ভারত যদি প্রতিক্রিয়া না জানায়, সে ক্ষেত্রে করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনাভিত্তিক প্রশ্নের উত্তর তিনি দিতে চান না। আর ফিরিয়ে আনার সম্ভাবনা কতটা—এ প্রশ্নে তিনি জানান, আইন বিশেষজ্ঞরাই তা ব্যাখ্যা করতে পারবেন, কারণ বিভিন্ন আইনে নানা ফাঁকফোকর থাকে এবং সেসব পূরণের পদ্ধতিও আইনের মধ্যেই নির্ধারিত।
তৌহিদ হোসেন বলেন, “দুইজনকে সাজা দেওয়া হয়েছে, তাই দু’জনকেই ফেরত চাওয়ার প্রক্রিয়া শুরু হবে।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফরে এ বিষয়টি আলোচনায় আসতে পারে কিনা—এ প্রশ্নে তিনি বলেন, সফরের এজেন্ডা নির্ধারণ সংশ্লিষ্ট মিশনের বিষয়। প্রয়োজন মনে করলে বিষয়টি আলোচনায় তোলা হতে পারে, তবে সরকার মূলত অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই প্রক্রিয়া এগিয়ে নেবে।































