ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কমিশনের নিয়ত পরিষ্কার : সিইসি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 90

কমিশনের নিয়ত পরিষ্কার : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সামনে যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলেও নির্বাচন কমিশন তা সামাল দিতে সক্ষম। তার মতে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচনকে ঘিরে সন্দেহের অবকাশ তৈরি হতে পারে, তবে কমিশনের উদ্দেশ্য ও অবস্থান পরিষ্কার

সোমবার (১৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে নির্বাচনী পরিবেশ, আচরণবিধি মেনে চলা এবং সুষ্ঠু ভোট আয়োজনের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

সিইসি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আচরণবিধিই প্রধান নির্দেশনা হিসেবে কাজ করবে।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো নিজেদের নেতাকর্মীদের আচরণবিধি মানতে নির্দেশ দিলে নির্বাচনী কাজ অনেক সহজ হয়ে যায়। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়েই বর্তমান আচরণবিধি প্রণীত হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কমিশনের নিয়ত পরিষ্কার : সিইসি

সর্বশেষ আপডেট ০৩:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সামনে যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলেও নির্বাচন কমিশন তা সামাল দিতে সক্ষম। তার মতে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচনকে ঘিরে সন্দেহের অবকাশ তৈরি হতে পারে, তবে কমিশনের উদ্দেশ্য ও অবস্থান পরিষ্কার

সোমবার (১৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে নির্বাচনী পরিবেশ, আচরণবিধি মেনে চলা এবং সুষ্ঠু ভোট আয়োজনের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

সিইসি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আচরণবিধিই প্রধান নির্দেশনা হিসেবে কাজ করবে।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো নিজেদের নেতাকর্মীদের আচরণবিধি মানতে নির্দেশ দিলে নির্বাচনী কাজ অনেক সহজ হয়ে যায়। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়েই বর্তমান আচরণবিধি প্রণীত হয়েছে।