ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি
- সর্বশেষ আপডেট ১১:৪১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 82
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শার্টডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর এই প্রস্তুতি নেওয়া হয়েছে। ভাঙ্গায় মহাসড়কে সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ, এপিবিএন সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
গত ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচির সময় ভাঙ্গার মহাসড়কের চার স্থানে বেরিকেড তৈরি করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেই অভিজ্ঞতার কারণেই এবার শার্টডাউনের প্রথম দিন সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো ছিল।
এ ছাড়া গত দুই দিনে ভাঙ্গা থানায় হামলার ঘটনার মামলায় ৩০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. রোকিবুজ্জামান জানান, এখনো মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যান চলাচল স্বাভাবিক আছে।


































