জাপানে অগ্ন্যুৎপাত, ৪৪০০ মিটার ওপরে উড়ছে ছাই
- সর্বশেষ আপডেট ০৭:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 116
দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোশিমা অঞ্চলের সক্রিয় আগ্নেয়গিরি সাকুরাজিমায় আবারও বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) ভোরের দিকে হওয়া এই অগ্ন্যুৎপাতের ছাই ও ধোঁয়া উঠে গেছে প্রায় ৪ হাজার ৪০০ মিটার (১৪,৪৩৬ ফুট) উচ্চতা পর্যন্ত।
জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানায়, অগ্ন্যুৎপাতের কারণে আকাশজুড়ে ছড়িয়ে পড়েছে ঘন আগ্নেয়ছাই। কাগোশিমা, কুমামোটো ও মিয়াজাকি অঞ্চলে ছাই পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত কোনো হতাহত বা স্থাপনা ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ অক্টোবরের পর এবারই প্রথম ছাইয়ের উচ্চতা ৪ হাজার মিটার ছাড়িয়েছে। অগ্ন্যুৎপাতের সময় বড় আকারের আগ্নেয় পাথর দূর-দূরান্তে ছিটকে পড়তে দেখা গেছে, যদিও কোনো পাইরোক্লাস্টিক প্রবাহ (লাভা–গ্যাস–পাথরের তীব্র মিশ্র স্রোত) সৃষ্টি হয়নি।
সাকুরাজিমা জাপানের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। কিউশুর দক্ষিণে অবস্থিত এই আগ্নেয়গিরিটি এখন ওসুমি উপদ্বীপের সঙ্গে সংযুক্ত।
অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় স্থানীয় প্রশাসন আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।



































