শাহজালালে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান
- সর্বশেষ আপডেট ০৭:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 127
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার একটি পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার এ–৩২০ মডেলের বিমানের সামনের চাকা (নোজ হুইল) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুশকার্ট চালকের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার পর দিল্লিগামী একটি ফ্লাইটে ১২৬ জন যাত্রী বোর্ডিং সম্পন্ন করেন এবং বিমানের দরজা বন্ধ করা হয়। ঠিক সেই সময় গ্রাউন্ড হ্যান্ডলাররা পুশকার্ট ব্যবহার করে বিমানটিকে ঠেলে সরানোর চেষ্টা করলে ভুল অ্যালাইনমেন্টের কারণে সামনে জোরে ধাক্কা লাগে। ধাক্কার পরপরই নোজ হুইল ভেঙে যায় এবং বিমানটিকে সঙ্গে সঙ্গে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে পাঠানো হয়। পরদিন সকালে কয়েকজন যাত্রীকে বিকল্পভাবে মুম্বাইগামী বিমানে পাঠানো হয়।
এ ঘটনায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। ক্ষতিগ্রস্ত বিমানটি এখনো বে–এরিয়ায় পার্ক করা রয়েছে এবং মেরামতে উল্লেখযোগ্য সময় লাগতে পারে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুল পজিশনিং ও অসতর্কভাবে পুশকার্ট চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের যান্ত্রিক আঘাতে নোজ হুইল ভেঙে যাওয়া খুবই অস্বাভাবিক নয়, তবে এটি স্পষ্ট গাফিলতির ফল।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলেন, দায়ী চালককে ইতোমধ্যে কাজ থেকে প্রত্যাহার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তের পর তাকে বরখাস্ত করা হবে বলে তিনি জানান।






































