ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:২০:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 125

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, যানবাহনে আগুন দেওয়া বা ককটেল ছুড়ে জননিরাপত্তা হুমকির মুখে ফেললে পুলিশ সরাসরি গুলি চালাতে পারবে। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ওয়্যারলেস বার্তার মাধ্যমে তিনি এই নির্দেশনা দেন বলে ডিএমপির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ডিএমপি কমিশনার জানান, “যদি কেউ বাসে আগুন দেয় বা ককটেল নিক্ষেপ করে মানুষের জীবন বিপন্ন করে, তখন পুলিশ আইন অনুযায়ী গুলি করতে পারে। আইন তাদের সেই ক্ষমতা দিয়েছে।” তিনি আরও বলেন, “পুলিশের গাড়িতে আগুন দেওয়া, ককটেল ছোড়া বা জানমালের ওপর হামলা চালালে পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে না।”

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে—এ ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ দল আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকেই এই কঠোর নির্দেশনা এসেছে।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের পর সিএমপি কমিশনার হাসিব আজিজও সশস্ত্র অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজন হলে গুলি করার নির্দেশ দিয়েছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

সর্বশেষ আপডেট ০৭:২০:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, যানবাহনে আগুন দেওয়া বা ককটেল ছুড়ে জননিরাপত্তা হুমকির মুখে ফেললে পুলিশ সরাসরি গুলি চালাতে পারবে। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ওয়্যারলেস বার্তার মাধ্যমে তিনি এই নির্দেশনা দেন বলে ডিএমপির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ডিএমপি কমিশনার জানান, “যদি কেউ বাসে আগুন দেয় বা ককটেল নিক্ষেপ করে মানুষের জীবন বিপন্ন করে, তখন পুলিশ আইন অনুযায়ী গুলি করতে পারে। আইন তাদের সেই ক্ষমতা দিয়েছে।” তিনি আরও বলেন, “পুলিশের গাড়িতে আগুন দেওয়া, ককটেল ছোড়া বা জানমালের ওপর হামলা চালালে পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে না।”

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে—এ ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ দল আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকেই এই কঠোর নির্দেশনা এসেছে।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের পর সিএমপি কমিশনার হাসিব আজিজও সশস্ত্র অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজন হলে গুলি করার নির্দেশ দিয়েছিলেন।