ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ছিটিয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ০৪:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 82

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ছিটিয়ে আগুন

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অগ্নিসংযোগে শাখার ভেতরে কোনো ক্ষতি হয়নি। শুধু প্রধান ফটকের নামফলক সামান্য দগ্ধ হয়েছে। শাখা ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, রাত প্রায় ২টার দিকে নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে বিষয়টি তাকে জানান। এরপর স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নেভানো হয়। তিনি বলেন, ঘটনার পর প্রাথমিকভাবে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়েছে। ব্যাংক কর্মকর্তারা ও স্থানীয়রা একই তথ্য দেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ স্থানটি পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে তা প্রত্যক্ষদর্শীরা বলতে পারেনি। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন এবং মামলা করার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ছিটিয়ে আগুন

সর্বশেষ আপডেট ০৪:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অগ্নিসংযোগে শাখার ভেতরে কোনো ক্ষতি হয়নি। শুধু প্রধান ফটকের নামফলক সামান্য দগ্ধ হয়েছে। শাখা ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, রাত প্রায় ২টার দিকে নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে বিষয়টি তাকে জানান। এরপর স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নেভানো হয়। তিনি বলেন, ঘটনার পর প্রাথমিকভাবে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়েছে। ব্যাংক কর্মকর্তারা ও স্থানীয়রা একই তথ্য দেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ স্থানটি পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে তা প্রত্যক্ষদর্শীরা বলতে পারেনি। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন এবং মামলা করার প্রস্তুতি চলছে।