ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনালের রায় যাই হোক, বাস্তবায়ন হবে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০৪:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 88

বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইব্যুনালে আগামীকাল যে রায় ঘোষিত হবে, তা অবশ্যই কার্যকর করা হবে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে প্রয়োজনীয় পরিবর্তন ও পুনর্বিন্যাস করা হয়েছে। বর্তমান পরিস্থিতিকে তিনি ‘মধ্যবর্তী পর্যায়ের’ বলে উল্লেখ করেন—না খুব ভালো, না তেমন খারাপ; মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনকেন্দ্রিক কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন পুরো দেশই নির্বাচনমুখী এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনালের রায় যাই হোক, বাস্তবায়ন হবে

সর্বশেষ আপডেট ০৪:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইব্যুনালে আগামীকাল যে রায় ঘোষিত হবে, তা অবশ্যই কার্যকর করা হবে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে প্রয়োজনীয় পরিবর্তন ও পুনর্বিন্যাস করা হয়েছে। বর্তমান পরিস্থিতিকে তিনি ‘মধ্যবর্তী পর্যায়ের’ বলে উল্লেখ করেন—না খুব ভালো, না তেমন খারাপ; মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনকেন্দ্রিক কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন পুরো দেশই নির্বাচনমুখী এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক পর্যায়ে রয়েছে।