ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২০০ টাকা মুচলেকায় হিরো আলমের জামিন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 91

২০০ টাকা মুচলেকায় হিরো আলমের জামিন

হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তারের পর ২০০ টাকার মুচলেকায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করে এবং বিকেলে এজলাসে তোলা হলে আইনজীবীরা জামিন আবেদন করেন। বাদীপক্ষ বিরোধিতা করলেও আদালত আবেদন গ্রহণ করেন। এসময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে ১২ নভেম্বর হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতে শনিবার সকালে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়েছে, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে ২১ জুন হাতিরঝিলের একটি বাসায় ডেকে নিয়ে রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সেখানে তাদের মারধর করা হয় এবং বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে রিয়া মনি আহত হন এবং তার গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২০০ টাকা মুচলেকায় হিরো আলমের জামিন

সর্বশেষ আপডেট ০৮:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তারের পর ২০০ টাকার মুচলেকায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করে এবং বিকেলে এজলাসে তোলা হলে আইনজীবীরা জামিন আবেদন করেন। বাদীপক্ষ বিরোধিতা করলেও আদালত আবেদন গ্রহণ করেন। এসময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে ১২ নভেম্বর হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতে শনিবার সকালে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়েছে, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে ২১ জুন হাতিরঝিলের একটি বাসায় ডেকে নিয়ে রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সেখানে তাদের মারধর করা হয় এবং বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে রিয়া মনি আহত হন এবং তার গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি করেন।