শিরোনাম
৩৫ বলে সোহানের সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৩:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 57
হাবিবুর রহমান সোহানের ঝড়ো শতকে বাংলাদেশ এ দল এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে হংকংকে আট উইকেটে হারিয়েছে। হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ ওভার ও আট উইকেট হাতে রেখেই টাইগাররা জয় নিশ্চিত করে।
ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখান সোহান। এক সময়ে মনে হচ্ছিল তিনি স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিতে পারেন। তবে জিসানের আউটের পর কিছুটা গতি কমে আসে তার ব্যাটিংয়ে। তারপরও, রেকর্ডবুকে নিজের নাম স্থান করে নিতে সক্ষম হন সোহান। এ ছাড়া, বাংলাদেশের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই ওপেনার।































