ভবিষ্যৎ ফুটবলের দানব এস্তেভাও
- সর্বশেষ আপডেট ০২:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 75
চেলসির উঠতি ফরোয়ার্ড এস্তেভাওকে ফুটবলের ভবিষ্যৎ ‘দানব’ হিসেবে দেখছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার ও বিশ্লেষক ট্রয় ডিনি। তার মতে, চেলসির আক্রমণভাগে আরও কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় থাকলেও ব্রাজিলিয়ান এই কিশোর যেভাবে দ্রুত নিজের মান প্রমাণ করছেন—তা এখনো অন্যদের মধ্যে দেখা যায়নি।
নতুন মৌসুমে চেলসি শুরু থেকেই ছন্দে আছে। ১১ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করা আর্সেনালের চেয়ে মাত্র ৬ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। একই সঙ্গে কারাবাও কাপের কোয়ার্টার–ফাইনালেও জায়গা পেয়েছে ব্লুজরা।
এনজো মারেস্কা গ্রীষ্মের দলবদলে আক্রমণভাগে বড় ধরনের পরিবর্তন আনেন। দলে ভোরানো হয় জোয়াও পেদ্রো, লিয়াম ডেলাপ, জেমি গিটেন্স এবং আলেহান্দ্রো গারনাচোকে। তবে আলো কাড়ছেন মূলত ১৮ বছর বয়সী এস্তেভাও।
ক্লাব বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর স্ট্যামফোর্ড ব্রিজেও দুর্দান্ত শুরু করেছেন সাবেক পালমেইরাস উইঙ্গার। চেলসির হয়ে প্রথম ১৬ ম্যাচে চার গোল ও এক অ্যাসিস্ট করেছেন তিনি। চেলসির পাঁচ উইঙ্গারের মধ্যে এখন পর্যন্ত এস্তেভাওয়ের সমান পাঁচ গোল অবদান আছে কেবল পেদ্রো নেতোর, তবে তিনি খেলেছেন অনেক বেশি ম্যাচ।
গিটেন্স, গারনাচো ও টাইরিক জর্জ চারটি করে গোল–অবদান রাখলেও ডিনির বিশ্বাস—এস্তেভাওয়ের বর্তমান মান ছুঁতে তাদের আরও সময় লাগবে।
ডিনি বলেন, “ক্লাব বিশ্বকাপে তাকে যখন খেলতে দেখলাম, তখন আমরা ক্লেবারসনের সঙ্গে একটি শো করছিলাম। সেখানেই সে বলেছিল—এই ছেলেটাই পরবর্তী নেইমার।”
তিনি আরও যোগ করেন, “ওটা শুধু কোনো দক্ষিণ আমেরিকান খেলোয়াড়কে প্রশংসা করার জন্য বলা হয়নি। তখন থেকেই ওকে নজরে রেখেছি। আর এখন ও যেভাবে খেলছে—তা অসাধারণ।”
আন্তর্জাতিক বিরতির পর ২২ নভেম্বর বার্নলির মাঠে ফিরবে চেলসি।































