নাফাখুমে গোসল নেমে শিক্ষার্থী নিখোঁজ
- সর্বশেষ আপডেট ১২:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 88
বান্দরবানে থানচিতে পর্যটন কেন্দ্র নাফাখুমে গোসল করতে নেমে ইকবাল হোসাইন (২৫) নামে এক প্রকৌশলী শিক্ষার্থীর পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বেলা চায়টায় রেমাক্রী ইউনিয়নের নাফাখুম এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি- ঢাকা ঢেমরা এলাকার বাসিন্দা মফিজুল ইসলামের ছেলে মো: ইকবাল হোসাইন (২৫)। সে রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯ তম এমএসসি শিক্ষার্থীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ঢাকা থেকে আসা “ট্যুর বাজেট” নামে ১১জনের গ্রুপ বাইকে যোগে তিন্দুতে বেড়াতে আসেন। সেখানে গাইড নেয়ার নিয়ম থাকলেও সেটি না নিয়ে নৌকা রেমাক্রী হয়ে নাফাকুমের চলে যান। বিকালে দিকে নাফাকুমে গোসলে নামলে সে নিখোঁজ হয়ে যায়। তার সাথে থাকা অনান্য বন্ধুরা খোজাখুজি করে না পেয়ে বিজিবি সদস্যদের জানান। পরে খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুন জ্যেতি বড়ুয়া বলেন, গতকাল পর্যটন কেন্দ্র নাফাখুমে গোসলের নেমে এক পর্যটকের নিখোঁজ খবর শুনেছি। উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
































