শাকিব খানের সঙ্গি হানিয়া আমির! ভক্তমহলে উত্তেজনা
- সর্বশেষ আপডেট ১২:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 95
গেল কয়েক বছরে নিজের ভেতরে ব্যাপক পরিবর্তন এনেছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়, নতুন লুক ও গেটআপে তিনি এখন তরুণদের কাছেও সমানভাবে জনপ্রিয়। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আসন্ন ছবি ‘সোলজার’ নিয়ে।
এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছেন শাকিব। জানা গেছে, তার নতুন এক সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শাকিব খান।
সাম্প্রতিক সময়ে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে শাকিব বলেন, “তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।” পরে প্রশ্ন করা হলে তিনি জানান, “একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।”
এ তথ্য প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। অনেকে ধারণা করছেন, শাকিবের ‘প্রিন্স’ সিনেমায় হানিয়া আমিরকে দেখা যেতে পারে। আবার কেউ বলছেন, নতুন ঘোষিত রোমান্টিক ছবিতেই হয়তো থাকবেন তিনি। তবে শাকিব কোন সিনেমার কথা বলছেন, সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু বলেননি।
অন্যদিকে, ‘সোলজার’ শেষ করে ডিসেম্বরেই ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন শাকিব খান। আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আজমান রুশোর পরিচালিত আরেকটি নতুন ছবির কাজ, যেখানে নায়িকা হিসেবে নতুন মুখ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।





































