বিএনপিতে যোগ দিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী পাঁচ শতাধিক সদস্য
- সর্বশেষ আপডেট ০৮:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 76
গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্যপাঁচ শতাধিক সদস্য।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মন, গারো, কোচ, উড়াং, সাওতালের পাঁচ শতাধিক সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নিদের্শনা দিয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারি জমিতে অনেককেই বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের একটি ঘরও তৈরি করে দেওয়া হয়নি। সেই আমলে দলীয় পরিচয়ে চাকরি হতো, আওয়ামী লীগ না করলে চাকরি পাওয়া যেত না। সরকারি বাড়ি পাওয়া যেত না, কিন্তু আদিবাসীদের সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।
এ সভায় শ্রীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মন, শ্রী বিনয় চন্দ্র বর্মন, শ্রী সবুজ কান্ত বর্মন, মানিক সাংমাসহ আটটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
































