চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- সর্বশেষ আপডেট ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 68
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আবদুল মান্নান (৪০) নামের শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা এলাকায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
নিহত মান্নান ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জিলানী মাদ্রাসা এলাকার মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরে তিনি ব্যবসায় যুক্ত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পথচারীরা নির্জন সড়কে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, মান্নানের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশে তার মোটরসাইকেল পাওয়া গেলেও মোবাইল ফোনটি নিখোঁজ। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
































