জামিআতুস সূন্নাহ্ মাদ্রাসায় পবিত্র কুরআনুল কারীমের সবক উদ্বোধন
- সর্বশেষ আপডেট ০২:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 287
“কুরআনের আলো আর বিজ্ঞানের জ্ঞানে গড়ে উঠুক আলোকিত প্রজন্ম” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের জামিআতুস সূন্নাহ্ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র কুরআনুল কারীমের সবক উদ্বোধনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ওলামা-মাশায়েখ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্য কাউন্দিয়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাইয়েদ উবাইদুল্লাহ মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল বারি দা.রা। এ ছাড়া কাউন্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার আলেম-ওলামা ও স্থানীয় সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কুরআনের শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণে ভূমিকা রাখে। তারা আরও বলেন, নৈতিকতা, মানবতা ও জ্ঞানে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তুলতে কুরআন শিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার উদ্যোগের প্রশংসা করে শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে অধ্যয়নের আহ্বান জানান।
পবিত্র কুরআনের সবক উদ্বোধনের মাধ্যমে জামিআতুস সূন্নাহ্ মাদ্রাসায় কুরআন শিক্ষার নতুন যাত্রা শুরু হলো, যা ভবিষ্যতে সমাজে আলোকিত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






































