ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 100

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলার হাইকোর্ট জামিন চেম্বার আদালত স্থগিত করেছে। তার বিরুদ্ধে রয়েছে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলা। এই মামলাগুলোর শুনানি আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগে অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতের শাখায় জামিন স্থগিতের আবেদন করা হয়। আদালতে আইভীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী এসএম হৃদয় রহমান।

এর আগে হাইকোর্ট আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছিল। তবে আইভীর জামিনের বিষয়ে হাইকোর্টে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আইভীকে গত ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় তার নিজ বাড়ি চুনকাকুটি থেকে গ্রেফতার করা হয়। সে সময় একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলার কারণে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সর্বশেষ আপডেট ০৬:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলার হাইকোর্ট জামিন চেম্বার আদালত স্থগিত করেছে। তার বিরুদ্ধে রয়েছে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলা। এই মামলাগুলোর শুনানি আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগে অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতের শাখায় জামিন স্থগিতের আবেদন করা হয়। আদালতে আইভীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী এসএম হৃদয় রহমান।

এর আগে হাইকোর্ট আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছিল। তবে আইভীর জামিনের বিষয়ে হাইকোর্টে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আইভীকে গত ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় তার নিজ বাড়ি চুনকাকুটি থেকে গ্রেফতার করা হয়। সে সময় একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলার কারণে।