দ্বিতীয় দিনে পুরো দাপট দেখালো বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৪:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 98
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পুরোপুরি বাংলাদেশের আধিপত্য দেখা গেছে। ১ উইকেটে ৩৩৮ রানে দিনের খেলা শেষ করেছে দল। ওপেনার মাহমুদুল হাসান জয় ১৬৯ ও মুমিনুল হক ৮০ রানে অপরাজিত আছেন। এর মাধ্যমে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৫২ রানের।
মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম মিলে দেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সেরা ওপেনিং জুটি গড়েছিলেন। সাদমান ইসলাম ১০৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮০ রান করে আউট হন। এরপর জয় ও মুমিনুলের জুটি ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছে। জয় এরই মধ্যে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন এবং ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছেন।
আইরিশ ব্যাটাররা দিনের শুরুতেই খারাপ সূচনা করে। ৮ উইকেটে ২৭০ রানে শুরু করা আয়ারল্যান্ড মাত্র ১৪ বল খেলতে পারেই ২৮৬ রানে অলআউট হয়। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ প্রথম সেশনে দুটি উইকেট শিকার করেন।
দ্বিতীয় দিনের মধ্যে আয়ারল্যান্ডের উল্লেখযোগ্য ব্যাটসম্যানদের মধ্যে জর্ডান নেইল ৩০ রানে এলবিডব্লিউ হন, ব্যারি ম্যাকার্থি ৩১ রানে বোল্ড এবং চাদ কারমাইকেল ৫৯ রানে মিরাজের বলে ফেরেন। অভিষিক্ত হাসান মুরাদ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট পান কার্টিস ক্যাম্ফারকে ৪৪ রানে আউট করে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া জোড়া উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ। একটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।
এইদিনের খেলার মাধ্যমে দ্বিতীয় দিনে পুরোপুরি বাংলাদেশের আধিপত্য দেখা গেছে, যা দলের জয় ও মুমিনুলের সেঞ্চুরির পথে থাকা প্রমাণ করছে।


































