ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 90

ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

জেলা ও বিভাগীয় ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি একটি বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছিল। তবে গত রোববার ও সোমবার অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্যাপক অব্যবস্থাপনা দেখা দেয়। আমন্ত্রণ থাকা সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় প্রতিবাদ হিসেবে সাংবাদিকরা পরে বিসিবি সভাপতির সংবাদ সম্মেলন বর্জন করেন। অবশেষে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বুধবার (১২ নভেম্বর) ভিডিওবার্তায় তিনি বলেন, “গত ১০ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম। আমি নিজেই আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। কিন্তু বাইরে এসে দেখলাম, আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আমন্ত্রণ সত্ত্বেও যথাযথভাবে রক্ষা করা হয়নি। এ ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।”

বুলবুল আরও জানান, এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্ত করা হবে। তিনি বলেন, “যে বিভাগের কারণে এই ব্যর্থতা হয়েছে, আমরা তা নির্ধারণ করে যথাযথ ব্যবস্থা নেব। আমরা ক্ষমা চাইছি কারণ আপনারা ক্রিকেটের উন্নয়ন ও এগিয়ে চলার গুরুত্বপূর্ণ অংশীদার। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

সর্বশেষ আপডেট ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

জেলা ও বিভাগীয় ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি একটি বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছিল। তবে গত রোববার ও সোমবার অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্যাপক অব্যবস্থাপনা দেখা দেয়। আমন্ত্রণ থাকা সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় প্রতিবাদ হিসেবে সাংবাদিকরা পরে বিসিবি সভাপতির সংবাদ সম্মেলন বর্জন করেন। অবশেষে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বুধবার (১২ নভেম্বর) ভিডিওবার্তায় তিনি বলেন, “গত ১০ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম। আমি নিজেই আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। কিন্তু বাইরে এসে দেখলাম, আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আমন্ত্রণ সত্ত্বেও যথাযথভাবে রক্ষা করা হয়নি। এ ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।”

বুলবুল আরও জানান, এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্ত করা হবে। তিনি বলেন, “যে বিভাগের কারণে এই ব্যর্থতা হয়েছে, আমরা তা নির্ধারণ করে যথাযথ ব্যবস্থা নেব। আমরা ক্ষমা চাইছি কারণ আপনারা ক্রিকেটের উন্নয়ন ও এগিয়ে চলার গুরুত্বপূর্ণ অংশীদার। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।”