গভীর রাতে হাসপাতালে ভর্তি গোবিন্দ
- সর্বশেষ আপডেট ০৩:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 112
বলিউড অভিনেতা গোবিন্দকে গভীর রাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রয়েছেন আইসিইউতে (ইমার্জেন্সি কেয়ার ইউনিট)।
অভিনেতার আইনজীবী ও পারিবারিক বন্ধু ললিত বিন্দাল জানিয়েছেন, বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে রাত ১টার দিকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় গোবিন্দকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার পরপরই তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ নেবেন।
এর আগে, গত ১০ নভেম্বর ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন গোবিন্দ। কয়েক দিনের মধ্যেই নিজেই অসুস্থ হয়ে পড়ায় বলিউড মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত বছর অক্টোবরেও একবার বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছিলেন এই অভিনেতা। বাড়িতে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি ছুটে তাঁর পায়ে লাগে। তখনও দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থনা করছেন—প্রিয় তারকা ‘হিরো নাম্বার ওয়ান’ যেন দ্রুত সুস্থ হয়ে আবার পর্দায় ফিরতে পারেন।






































