মেঝেতে বাবার আর বিছানায় ছোট্ট মেয়ের গলাকাটা লাশ
- সর্বশেষ আপডেট ০৩:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 79
ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রতন মিয়া (৩০) এবং তার সাত বছর বয়সী মেয়ে নূরিয়া খাতুন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত রতন মিয়া নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় খিশাকুড়ি এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে রতনের সঙ্গে আমিরখাকুড়া এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান নূরিয়া। কয়েক বছর আগে জুলেখা কাজের উদ্দেশ্যে দুবাই যান। স্বামী রতন ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন, আর মেয়ে নূরিয়া থাকত দাদাবাড়িতে। সম্প্রতি জুলেখা বিদেশ থেকে দেশে ফেরেন। তাকে আবার বিদেশ যেতে নিষেধ করায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন, রতন মিয়া মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং বিছানায় গলাকাটা অবস্থায় রয়েছে ছোট্ট নূরিয়া। এ সময় জুলেখাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
রতনের মা জানান, “দুই দিন আগে আমার ছেলে বলেছিল, বউকে বুঝিয়ে বাড়িতে আনবে, সংসার করবে, বিদেশ যেতে দেবে না। কিন্তু সে বাড়িতে ফিরে আসার পরই এমন ঘটনা ঘটল। আমি আমার ছেলে আর নাতনির হত্যার বিচার চাই।”
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এখনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তদন্তে পুলিশ কাজ করছে।”



































