ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০২:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 101

গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চান্দুরা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, রাত ২টার দিকে অজ্ঞাত ব্যক্তি বাইরে থেকে পেট্রল ঢেলে ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আসবাবপত্র ও কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেলেও ভোল্ট অক্ষত রয়েছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজয়নগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর সময় আগুন প্রায় নিয়ন্ত্রণে ছিল। স্থানীয়রা জানিয়েছেন, বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

সর্বশেষ আপডেট ০২:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চান্দুরা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, রাত ২টার দিকে অজ্ঞাত ব্যক্তি বাইরে থেকে পেট্রল ঢেলে ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আসবাবপত্র ও কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেলেও ভোল্ট অক্ষত রয়েছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজয়নগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর সময় আগুন প্রায় নিয়ন্ত্রণে ছিল। স্থানীয়রা জানিয়েছেন, বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে এবং মামলার প্রক্রিয়া চলছে।