দিল্লি বিস্ফোরণে প্রভাব, ‘ধুরন্ধর’ ট্রেলার স্থগিত হতে পারে
- সর্বশেষ আপডেট ০৩:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 65
দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ স্তব্ধ, আর বলিউড তারকারাও ক্ষোভ প্রকাশ করেছেন। এবার ঘটনার প্রভাব পড়তে পারে অভিনেতা রণবীর সিংহের পেশাগত জীবনেও।
রণবীর বর্তমানে তাঁর আসন্ন অ্যাকশন-থ্রিলার ‘ধুরন্ধর’ নিয়ে ব্যস্ত। কয়েক মাস আগে ছবির প্রথম পোস্টার মুক্তির পর থেকেই আলোচনা শুরু হয়েছে। সন্ত্রাসবাদভিত্তিক গল্পে তৈরি এই ছবিতে রণবীরের নতুন লুকও প্রশংসিত হয়েছে।
সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণের পর বুধবার নির্ধারিত ট্রেলার বা ঝলক মুক্তি স্থগিত হতে পারে। সামাজিক মাধ্যমে বলিউডসংক্রান্ত একটি পাতা জানিয়েছে, “‘ধুরন্ধর’এর ঝলক প্রকাশের কথা ছিল বুধবার, কিন্তু সাম্প্রতিক ঘটনার পর প্রযোজকরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন। ছবিতে সন্ত্রাসবাদের প্রসঙ্গ থাকায় আপাতত মুক্তি স্থগিত রাখা হতে পারে।”
যদিও নির্মাতা বা প্রযোজক সংস্থা এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ট্রেলার মুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মুম্বইয়ের নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে। ছবিতে রণবীর সিংহের সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, মাধবন ও সারা অর্জুন। পরিচালক আদিত্য ধর, যিনি এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ও ‘আর্টিকল ৩৭০’ এর মতো সফল ছবি উপহার দিয়েছেন।
সম্প্রতি আদিত্যর আরেকটি ছবি ‘বারামুল্লা’ও ওটিটিতে মুক্তি পেয়েছে, যেখানে কাশ্মীরি পণ্ডিতদের বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে।
বর্তমানে ‘ধুরন্ধর’এর প্রচারণা স্থগিত রাখা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বলিউডপ্রেমীরা।
































