ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাস করা ১৮ রোহিঙ্গা আটক
- সর্বশেষ আপডেট ১২:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 60
কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিশেষ অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
শনিবার (৯ নভেম্বর) রাতে র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এই অভিযান পরিচালনা করে। টেকনাফে তিন দফা অভিযানের পর উখিয়ায় এটি ছিল প্রথম অভিযান।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও ল’ অ্যান্ড মিডিয়া কর্মকর্তা আ. ম. ফারুক জানান, আটক রোহিঙ্গারা বালুখালী মরা গাছতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় থাকছিলেন। তারা মোট পাঁচটি পরিবারের সদস্য—যাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী।
তিনি আরও বলেন, সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের অনেকেই ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় বসবাস শুরু করেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ খুন, ছিনতাই, মাদকপাচার ও অপহরণের মতো অপরাধে জড়িয়ে পড়ছেন, যা কক্সবাজারের আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠছে।
র্যাব জানিয়েছে, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবস্থান রোধে এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে। আটক ১৮ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
































