ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাস করা ১৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সর্বশেষ আপডেট ১২:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 60

ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাস করা ১৮ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিশেষ অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৯ নভেম্বর) রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এই অভিযান পরিচালনা করে। টেকনাফে তিন দফা অভিযানের পর উখিয়ায় এটি ছিল প্রথম অভিযান।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও ল’ অ্যান্ড মিডিয়া কর্মকর্তা আ. ম. ফারুক জানান, আটক রোহিঙ্গারা বালুখালী মরা গাছতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় থাকছিলেন। তারা মোট পাঁচটি পরিবারের সদস্য—যাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী।

তিনি আরও বলেন, সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের অনেকেই ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় বসবাস শুরু করেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ খুন, ছিনতাই, মাদকপাচার ও অপহরণের মতো অপরাধে জড়িয়ে পড়ছেন, যা কক্সবাজারের আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠছে।

র‌্যাব জানিয়েছে, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবস্থান রোধে এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে। আটক ১৮ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাস করা ১৮ রোহিঙ্গা আটক

সর্বশেষ আপডেট ১২:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিশেষ অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৯ নভেম্বর) রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এই অভিযান পরিচালনা করে। টেকনাফে তিন দফা অভিযানের পর উখিয়ায় এটি ছিল প্রথম অভিযান।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও ল’ অ্যান্ড মিডিয়া কর্মকর্তা আ. ম. ফারুক জানান, আটক রোহিঙ্গারা বালুখালী মরা গাছতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় থাকছিলেন। তারা মোট পাঁচটি পরিবারের সদস্য—যাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী।

তিনি আরও বলেন, সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের অনেকেই ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় বসবাস শুরু করেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ খুন, ছিনতাই, মাদকপাচার ও অপহরণের মতো অপরাধে জড়িয়ে পড়ছেন, যা কক্সবাজারের আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠছে।

র‌্যাব জানিয়েছে, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবস্থান রোধে এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে। আটক ১৮ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।