আমীর খসরু
সংবিধানে গণভোট নেই
- সর্বশেষ আপডেট ০৯:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 110
বর্তমান সংবিধানে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে, সেখানে গণভোটের কোনো ধারা বা ব্যবস্থা নেই। নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন করা এই সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং আমাদের সংবিধান মেনেই চলতে হবে।”
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স মিলনায়তনে লেখক মোহাম্মদ ফয়েজ উদ্দিনের ‘আগামীর উন্নত জাতি গঠনের দিক-নির্দেশনামূলক সুপারিশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “গণভোট নির্বাচনের দিন আয়োজনের বিষয়ে বিএনপি সম্মতি দিয়েছে—এটি আমাদের উদারতার প্রকাশ। আমরা চাই দেশের রাজনীতিতে সহনশীলতা বজায় থাকুক, পরস্পরের মধ্যে সম্মানবোধ তৈরি হোক এবং বিশৃঙ্খলা এড়ানো যাক।”
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলোতে কোনো ঐকমত্য হয়নি। “যেখানে দ্বিমত আছে, সেখানে ঐকমত্য নেই। তাই যে বিষয়ে ঐকমত্য হয়নি, সেটি গণভোটে তোলা সম্ভব নয়। কমিশনের আলোচনায় যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই,” যোগ করেন তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। কিন্তু দেশের সব কার্যক্রম এখন স্থবির—বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এমনকি পারিবারিক সিদ্ধান্তও নির্বাচন-পরবর্তী সময়ের জন্য অপেক্ষমাণ। সবাই এখন বলছে, নির্বাচনটা হয়ে যাক, তারপর দেখা যাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন আবদুল বারী। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ আরও অনেকে।
































