ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্য সম্মানজনক নয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 63

পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ভুল ও কূটনৈতিকভাবে অসম্মানজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকার।

রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম এক বিবৃতিতে বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা মনে করি, এটি ভুল এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। একইসঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয়।”

রাজনাথ সিংয়ের এই মন্তব্যটি ভারতের সংবাদমাধ্যম নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আসে। গত শুক্রবার প্রকাশিত ফার্স্টপোস্টের সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চায় না, তবে প্রধান উপদেষ্টা ইউনূসকে বক্তব্যে সতর্ক থাকা উচিত।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সৌজন্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্য সম্মানজনক নয়

সর্বশেষ আপডেট ০৯:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ভুল ও কূটনৈতিকভাবে অসম্মানজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকার।

রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম এক বিবৃতিতে বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা মনে করি, এটি ভুল এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। একইসঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয়।”

রাজনাথ সিংয়ের এই মন্তব্যটি ভারতের সংবাদমাধ্যম নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আসে। গত শুক্রবার প্রকাশিত ফার্স্টপোস্টের সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চায় না, তবে প্রধান উপদেষ্টা ইউনূসকে বক্তব্যে সতর্ক থাকা উচিত।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সৌজন্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।