ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৭:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 111

সাভারে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার সাভারে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— সাভারের আনন্দপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. পিয়ুশ (২১), একই এলাকার রাব্বি (২০), রাজবাড়ীর পাংশার শাকিল (২৪), সোহাগ (১৯), সালমান (২২), ফেরদৌস হোসেন রুবেল (২৮), ধামরাই উপজেলার বোয়াইল ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (৩২), আনন্দপুরের আমির হোসেন (৫০), কাউন্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিত্য বাবু রাজবংশী (৫৫), টিপু সুলতান (২৭), সাভার উপজেলা ছাত্রলীগের সদস্য শামীম আহমেদ জয় (২৯) এবং যুবলীগ কর্মী মিজানুর রহমান ওরফে রাসেল (৪২)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে মজিদপুর খশরুবাগান এলাকায় তারা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সমবেত হয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করছিলেন। পুলিশ উপস্থিত হলে তারা পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় শেখ হাসিনাসহ যুবলীগের নেতাকর্মীদের ছবি সম্বলিত একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

ওসি জুয়েল মিয়া জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা রাষ্ট্র ও সরকারের নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৭:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

ঢাকার সাভারে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— সাভারের আনন্দপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. পিয়ুশ (২১), একই এলাকার রাব্বি (২০), রাজবাড়ীর পাংশার শাকিল (২৪), সোহাগ (১৯), সালমান (২২), ফেরদৌস হোসেন রুবেল (২৮), ধামরাই উপজেলার বোয়াইল ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (৩২), আনন্দপুরের আমির হোসেন (৫০), কাউন্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিত্য বাবু রাজবংশী (৫৫), টিপু সুলতান (২৭), সাভার উপজেলা ছাত্রলীগের সদস্য শামীম আহমেদ জয় (২৯) এবং যুবলীগ কর্মী মিজানুর রহমান ওরফে রাসেল (৪২)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে মজিদপুর খশরুবাগান এলাকায় তারা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সমবেত হয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করছিলেন। পুলিশ উপস্থিত হলে তারা পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় শেখ হাসিনাসহ যুবলীগের নেতাকর্মীদের ছবি সম্বলিত একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

ওসি জুয়েল মিয়া জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা রাষ্ট্র ও সরকারের নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।