অসুস্থ তারেক রহমানের পাশে ইশরাক হোসেন
- সর্বশেষ আপডেট ০২:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 83
‘আমজনতার দল’-এর সাধারণ সম্পাদক ও তরুণ নেতা তারেক রহমান দলটির নিবন্ধন না পাওয়ায় টানা ১২৫ ঘণ্টা ধরে আমরণ অনশন চালিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে শুয়ে থাকা অবস্থায় তাকে দেখা যায়। দীর্ঘ অনশনে তার রক্তচাপ বিপজ্জনকভাবে কমে গেছে এবং তাকে ইতোমধ্যে চার ব্যাগ স্যালাইন দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, কেবল ইশারায় যোগাযোগ করছেন।
রোববার দুপুরে অসুস্থ তারেক রহমানকে দেখতে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি অনশনস্থলে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বর্তমানে জীবন-মৃত্যুর সংকটে রয়েছেন। দীর্ঘ অনশনে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন সময়ে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হচ্ছে।”
দলটির বিবৃতিতে আরও বলা হয়, “১২২ ঘণ্টা পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে ইসির নীরবতা জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।”
আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ বলেন, “তারেক রহমান কেবল আমাদের দলের নেতা নন, তিনি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের প্রতীক। তিনি রাষ্ট্রে সমতা ও ন্যায়ের দাবিতে লড়ছেন, অথচ নির্বাচন কমিশন নীরব রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “তারেক রহমান দীর্ঘদিন ধরে ছাত্র ও তরুণ প্রজন্মের আন্দোলনের অগ্রভাগে ছিলেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি সময়ে তিনি জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
বর্তমানে তিনি নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। আমজনতার দলের পক্ষ থেকে এই কর্মসূচিকে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক ন্যায্যতার দাবিতে এক শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়েছে।































