আবরার-সাইমের ঝলকে পাকিস্তানের সিরিজ জয়
- সর্বশেষ আপডেট ০৯:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 64
লেগ স্পিনার আবরার আহমেদ ও ওপেনার সাইম আয়ুবের দুর্দান্ত পারফরম্যান্সে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের হাসি ফুটেছে পাকিস্তানের মুখে। শনিবার ফয়সালাবাদে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকরা ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয়।
টস জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করেছিল। ১৪.২ ওভার শেষে বিনা উইকেটে ৭২ রান তুলেছিল তারা। কিন্তু সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি প্রোটিয়ারা। পাকিস্তানের স্পিন ত্রয়ী আবরার আহমেদ, আগা সালমান ও মোহাম্মদ নওয়াজের ঘূর্ণিতে ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ৭১ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয় সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনার কুইন্টন ডি কক করেন সর্বোচ্চ ৫৩ রান (৭০ বলে ৬ চার ও ১ ছক্কা)। তার সঙ্গী পিটোরিয়াস ৪৫ বলে ৩৯ রান করেন (৪ চার, ১ ছক্কা)। অধিনায়ক ম্যাথিউ ব্রিটজেক যোগ করেন ১৬ রান। বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল ছিলেন লেগ স্পিনার আবরার আহমেদ। তিনি ১০ ওভারে ২৭ রান খরচে নেন ৪টি উইকেট। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, আগা সালমান ও মোহাম্মদ নওয়াজ প্রত্যেকে ২টি করে উইকেট তুলে নেন।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তান। ওপেনার সাইম আয়ুব ৬৮ বলে ৬৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন। তার সঙ্গে দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়েন বাবর আজম (৩৮)। শেষদিকে সহজ লক্ষ্য পূর্ণ করে পাকিস্তান ১৪৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।
এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। ম্যাচসেরা নির্বাচিত হন আবরার আহমেদ, আর সিরিজসেরা হন ওপেনার সাইম আয়ুব।































