সংস্কার ছাড়া জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না
- সর্বশেষ আপডেট ০৭:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 48
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
শনিবার (৮ নভেম্বর) বাদ জোহর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
মামুনুল হক বলেন, বারবার রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার প্রবণতা দেশের রাজনীতিকে চরম সংকটে ঠেলে দিয়েছে। এখন সময় এসেছে জুলাই সনদের আইনি স্বীকৃতি দিয়ে গণভোটের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়ার।
তিনি আরও বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবনায় আমরা উপনীত হয়েছি, তা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে গণভোট আয়োজন করে জনগণের মতামত নিতে হবে।
আন্দোলনরত আট দলের ঘোষিত যুগপৎ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে মামুনুল হক ১১ নভেম্বরের জনসভা সফল করার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল প্রমুখ।
































