বরিশালে ক্ষমা চাইলেন বিএনপি নেতা
- সর্বশেষ আপডেট ০৪:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 84
আইনজীবীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি জানিয়েছেন, তার বক্তব্যটি ছিল সম্পূর্ণ “অনিচ্ছাকৃত ও অসাবধানতাবশত প্রদত্ত” এবং এতে যদি কারও মনে কষ্ট লেগে থাকে, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করে ফরহাদ আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবেও পরিচিত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, “গত ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শব্দচয়নে ভুল হয়েছিল। আমার সেই বক্তব্যে আইনজীবী সমাজের কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “আমি আইনজীবী পেশার প্রতি গভীর শ্রদ্ধাশীল। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের অবদান অনস্বীকার্য ও সম্মানজনক। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য আমার ছিল না।”
উল্লেখ্য, সম্প্রতি কেদারপুর ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের জনসভায় ফরহাদের দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এরপরই আইনজীবী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এরপর বৃহস্পতিবার (৬ নভেম্বর) বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আইনজীবী সমিতি ফরহাদের বক্তব্যের নিন্দা জানায় এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। একইদিন সন্ধ্যায় বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের অনুসারীরা।
বিতর্কের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করে ফরহাদ বলেন, “আমি কাউকে অসম্মান করতে চাইনি। যদি কেউ আমার কথায় ভুল বুঝে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে অনুতপ্ত। ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে আমি সর্বোচ্চ সতর্ক থাকব।”



































