প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল
- সর্বশেষ আপডেট ১১:৩২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 71
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. রতন আলীর প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি প্রকাশ পেয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ব্যাপক সমালোচনা চলছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন ওই কর্মকর্তা।
স্থানীয়দের অভিযোগ, নামজারি, খারিজ, দলিল যাচাইসহ ভূমি অফিসের প্রায় সব কাজেই ঘুষ ছাড়া কোনো ফাইল এগোয় না। এ নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা দাবি করছেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, যাতে অন্যরা সতর্ক হয়।
অভিযুক্ত কর্মকর্তা মো. রতন আলী ভিডিওটির সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, “স্থানীয় কয়েকজন পরিকল্পিতভাবে এই ভিডিওটি করেছেন। তারা আমার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করেছিলেন; না দিলে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


































