ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান সংস্কারে জনগণের মতামত অপরিহার্য: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 116

সংবিধান সংস্কারে জনগণের মতামত অপরিহার্য: ড. কামাল

গণফোরামের ইমেরিটাস সভাপতি ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল দলিল, তাই এর যেকোনো সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। তিনি বলেন, বিগত ৫৩ বছরে সংবিধানে নানা পরিবর্তন হয়েছে, কিন্তু এ প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল, তাই জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের আয়োজনে “বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব” শীর্ষক এক আলোচনা সভায় তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, বর্তমান সময়ে সংবিধান পর্যালোচনা অত্যন্ত প্রয়োজনীয়। তবে সংস্কারের সময় মনে রাখতে হবে, এটি আমাদের স্বাধীনতার ভিত্তি এবং দেশের মানুষের ত্যাগ, একতা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। কোনো ব্যক্তি এককভাবে সংবিধান পরিবর্তনের অধিকার রাখেন না; জনগণের ইচ্ছা ও সমাজের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তাবগুলো তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ বা গণতন্ত্রহীনতার জন্য কেবল সংবিধানকে দায়ী করা ভুল। বরং গণতান্ত্রিক চর্চা রাজনৈতিক দল ও সরকারের ভেতর থেকেই শুরু করতে হবে। দলীয়করণের কারণে যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, সেগুলো সংস্কার করা জরুরি।

ড. কামালের মতে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংবিধান সংস্কারে জনগণের মতামত অপরিহার্য: ড. কামাল

সর্বশেষ আপডেট ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

গণফোরামের ইমেরিটাস সভাপতি ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল দলিল, তাই এর যেকোনো সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। তিনি বলেন, বিগত ৫৩ বছরে সংবিধানে নানা পরিবর্তন হয়েছে, কিন্তু এ প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল, তাই জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের আয়োজনে “বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব” শীর্ষক এক আলোচনা সভায় তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, বর্তমান সময়ে সংবিধান পর্যালোচনা অত্যন্ত প্রয়োজনীয়। তবে সংস্কারের সময় মনে রাখতে হবে, এটি আমাদের স্বাধীনতার ভিত্তি এবং দেশের মানুষের ত্যাগ, একতা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। কোনো ব্যক্তি এককভাবে সংবিধান পরিবর্তনের অধিকার রাখেন না; জনগণের ইচ্ছা ও সমাজের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তাবগুলো তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ বা গণতন্ত্রহীনতার জন্য কেবল সংবিধানকে দায়ী করা ভুল। বরং গণতান্ত্রিক চর্চা রাজনৈতিক দল ও সরকারের ভেতর থেকেই শুরু করতে হবে। দলীয়করণের কারণে যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, সেগুলো সংস্কার করা জরুরি।

ড. কামালের মতে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।