ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট ছাড়া কোনো নির্বাচন নয়: গাজী আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 103

গণভোট ছাড়া কোনো নির্বাচন নয়: গাজী আতাউর রহমান

রাষ্ট্র সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হবে না—এই দাবিতে রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “প্রয়োজনে জাতীয় নির্বাচন দুই মাস পিছিয়ে দিন, কিন্তু গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পল্টন মোড় থেকে যমুনা অভিমুখী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সমাবেশটি আয়োজিত হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে আটদলীয় জোটের স্মারকলিপি জমা দেওয়ার আগে।

গাজী আতাউর রহমান বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কার চায় না। তারা পুরোনো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় ফিরে যেতে চায়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আর সেই অবস্থায় ফিরবে না। জুলাই সনদ বাস্তবায়নই এখন দেশের একমাত্র পথ।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের তিনটি অঙ্গীকার ছিল—সংস্কারের জন্য কমিশন গঠন, ঐকমত্য কমিশন এবং জুলাই সনদ। এর মধ্যে সব কিছুই সম্পন্ন হয়েছে, এখন কেবল জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি বাকি।”

তার হুঁশিয়ারি, “আগামী ১০ তারিখের মধ্যে এই আদেশ না এলে ঢাকায় বিশাল জনসমাবেশ হবে।”

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হতে পারে না। নভেম্বরে গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছিল, এখন দেরি হলেও আগে গণভোট হতে হবে, তারপর নির্বাচন। প্রয়োজনে ফেব্রুয়ারির নির্বাচন দুই মাস পিছিয়ে দিন।”

তিনি আরও অভিযোগ করেন, “যারা রাষ্ট্র সংস্কার চায় না, দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায়—তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা জাতির সঙ্গে তামাশা করার শামিল।”

পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি গণমিছিলসহ প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. মুহাম্মাদ আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এবং আটদলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোট ছাড়া কোনো নির্বাচন নয়: গাজী আতাউর রহমান

সর্বশেষ আপডেট ০৩:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

রাষ্ট্র সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হবে না—এই দাবিতে রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “প্রয়োজনে জাতীয় নির্বাচন দুই মাস পিছিয়ে দিন, কিন্তু গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পল্টন মোড় থেকে যমুনা অভিমুখী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সমাবেশটি আয়োজিত হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে আটদলীয় জোটের স্মারকলিপি জমা দেওয়ার আগে।

গাজী আতাউর রহমান বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কার চায় না। তারা পুরোনো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় ফিরে যেতে চায়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আর সেই অবস্থায় ফিরবে না। জুলাই সনদ বাস্তবায়নই এখন দেশের একমাত্র পথ।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের তিনটি অঙ্গীকার ছিল—সংস্কারের জন্য কমিশন গঠন, ঐকমত্য কমিশন এবং জুলাই সনদ। এর মধ্যে সব কিছুই সম্পন্ন হয়েছে, এখন কেবল জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি বাকি।”

তার হুঁশিয়ারি, “আগামী ১০ তারিখের মধ্যে এই আদেশ না এলে ঢাকায় বিশাল জনসমাবেশ হবে।”

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হতে পারে না। নভেম্বরে গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছিল, এখন দেরি হলেও আগে গণভোট হতে হবে, তারপর নির্বাচন। প্রয়োজনে ফেব্রুয়ারির নির্বাচন দুই মাস পিছিয়ে দিন।”

তিনি আরও অভিযোগ করেন, “যারা রাষ্ট্র সংস্কার চায় না, দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায়—তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা জাতির সঙ্গে তামাশা করার শামিল।”

পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি গণমিছিলসহ প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. মুহাম্মাদ আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এবং আটদলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারা।