ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রচারণায় হামলা, গুলিবিদ্ধ বাবলা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 122

বিএনপির প্রচারণায় হামলা, গুলিবিদ্ধ বাবলা নিহত

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে সরওয়ার বাবলা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে বায়েজিদ বোস্তামী থানার চাইলতাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রাত পৌনে ৮টার দিকে সরওয়ার বাবলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ওই এলাকায় গণসংযোগ করছিলেন। হঠাৎ দুইজন অস্ত্রধারী ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে অতর্কিতে গুলি চালায়। এ সময় সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে একাধিক গুলি ছোঁড়া হয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়েন। প্রার্থী এরশাদ উল্লাহর পায়েও একটি গুলি লাগে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবলা মারা যান।

ডিসি আমিরুল ইসলাম বলেন, “বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের সঙ্গে সরওয়ার বাবলার পুরোনো বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত। মূল টার্গেট ছিল বাবলা, তবে গুলির আঘাতে বিএনপি প্রার্থীও আহত হন।

এর আগে গত ৩০ মার্চ ভোর রাতে বাকলিয়া এক্সেস রোড এলাকায় বাবলাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল। সে সময় ঘটনাস্থলে দুজন নিহত হলেও কৌশলে প্রাণে বাঁচেন বাবলা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপির প্রচারণায় হামলা, গুলিবিদ্ধ বাবলা নিহত

সর্বশেষ আপডেট ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে সরওয়ার বাবলা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে বায়েজিদ বোস্তামী থানার চাইলতাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রাত পৌনে ৮টার দিকে সরওয়ার বাবলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ওই এলাকায় গণসংযোগ করছিলেন। হঠাৎ দুইজন অস্ত্রধারী ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে অতর্কিতে গুলি চালায়। এ সময় সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে একাধিক গুলি ছোঁড়া হয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়েন। প্রার্থী এরশাদ উল্লাহর পায়েও একটি গুলি লাগে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবলা মারা যান।

ডিসি আমিরুল ইসলাম বলেন, “বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের সঙ্গে সরওয়ার বাবলার পুরোনো বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত। মূল টার্গেট ছিল বাবলা, তবে গুলির আঘাতে বিএনপি প্রার্থীও আহত হন।

এর আগে গত ৩০ মার্চ ভোর রাতে বাকলিয়া এক্সেস রোড এলাকায় বাবলাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল। সে সময় ঘটনাস্থলে দুজন নিহত হলেও কৌশলে প্রাণে বাঁচেন বাবলা।