আশুলিয়ায় ওসির দুর্নীতি ধামাচাপা দিতে মামলা, প্রতিবাদে মানববন্ধন
- সর্বশেষ আপডেট ০৭:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 221
সাভারের আশুলিয়ায় সাংবাদিকদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযোগ করা হয়েছে, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো প্রাথমিক তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে একটি চুরির মামলা গ্রহণ করেছেন। মামলাটি করেছেন আওয়ামী লীগের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার। বক্তাদের মতে, এই মামলা ওসির দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রকাশ ঠেকাতে ও সাংবাদিকদের কণ্ঠরোধের উদ্দেশ্যে করা হয়েছে।
আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, “দুর্নীতির তথ্য প্রকাশের পর সাংবাদিকদের ভয় দেখাতে চুরির মতো মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত।” তিনি দ্রুত মামলা প্রত্যাহার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নয়া দিগন্তের আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন আহমেদ বলেন, “আমরা জনস্বার্থে সংবাদ করি, ব্যক্তিগত স্বার্থে নয়। সেই কারণেই আমাদের হয়রানি করা হচ্ছে।” তিনি ন্যায়বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মানববন্ধনে আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মানিক, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক মো. শফিউল্লাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, এই মামলা সাংবাদিকদের ভয় দেখানোর কৌশল মাত্র। তারা নাছরীন আক্তারের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।



































