ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৬:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 100
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে। সেই আসরের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ায় লিটন দাসের দল এই সিরিজে অংশ নিচ্ছে না।
পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ২৭ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টের, যার ফাইনাল ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতো। প্রথমে সিরিজে অংশ নেওয়ায় ইতিবাচক সাড়া পাওয়া গেলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের বিশ্রামের কথা বিবেচনা করে শ্রীলঙ্কায় সিরিজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।’ এর ফলে টাইগাররা বিপিএলের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবে।
কদিন আগে শেষ হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর ১৯ ডিসেম্বর থেকে বিপিএলে অংশ নেবেন লিটনরা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি চালানো হবে।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে আইসিসির শর্ত পূরণের জটিলতার কারণে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি স্থগিত করতে হয়। খেলোয়াড়দের প্রস্তুতি বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করা হলেও বাংলাদেশ অংশ নেওয়া থেকে সরে এসেছে।































