বিবিসি বাংলাকে রুমিন ফারহানা
দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না
- সর্বশেষ আপডেট ০৮:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 75
দলীয় মনোনয়ন না পাওয়ালেও বিএনপি নেত্রী রুমিন ফারহানা দলের সঙ্গে থেকে রাজনীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন, দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই তার কাছে ওঠে না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোমবার বিএনপি ২৩৭টি আসনের জন্য প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। তবে ৬৩টি আসন খালি রাখা হয়েছে, যেখানে এখনও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য ছিলেন রুমিন ফারহানা। গত কয়েক বছরে তিনি টকশো, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে আলোচনায় ছিলেন।
ফারহানা বিবিসি বাংলাকে বলেন, খালি রাখা আসনগুলোতে জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে। সে কারণে এখনও তিনি নিশ্চিত নন যে তার আসনে মনোনয়ন দেওয়া হবে কি হবে না। তিনি আরও বলেন, ‘মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি ১৭ বছর ধরে দলের জন্য কাজ করেছি। আগামী দিনগুলিতেও আমি একইভাবে কাজ চালিয়ে যাব।’
তিনি ২৩৭টি আসনে মনোনয়নপ্রাপ্তদের শুভেচ্ছা জানান এবং উল্লেখ করেন, নিজের রাজনীতি তিনি নিজের মতো করে চালিয়ে যাবেন। মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই। মনোনয়ন শুধু একটি ঘটনা মাত্র। আমার নেতা-কর্মী আমার সঙ্গে আছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আমি ছিলাম, আছি এবং থাকব।’
রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, ‘দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই আমার কাছে ওঠে না।’































