ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শততম টেস্টের আগে মুশফিকের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 88

শততম টেস্টের আগে মুশফিকের সেঞ্চুরি

বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম শততম টেস্ট খেলার মাইলফলকের দোরগোড়ায়। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে এই বিশেষ কীর্তি গড়ার পরিকল্পনা থাকলেও, তার আগে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত এক সেঞ্চুরি করেন মুশফিক।

সিলেট দলের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে মুশফিক নিজের ১৯তম শতকটি অর্জন করেন। গতকাল তিনি ৯৩ রানে অপরাজিত ছিলেন। আজকের দিনে সিলেটকে ঢাকার ৩১০ রানের ইনিংসের উপর লিড নিতে হলে ঝুঁকি নিতে হয়।

দিনের শুরুতে সিলেটের পরিস্থিতি ভালো ছিল না। এবাদত হোসেন এবং খালেদ আহমেদের দ্রুত আউটের পর দল ২৯০ রানে ৯ উইকেট হারায়। তখন মুশফিক অপরাজিত ৯৬ রানে ছিলেন এবং অপর প্রান্তে দলের শেষ ব্যাটসম্যান নাবিল সামাদ। তবে শঙ্কা দূর করে ৩৮ বছর বয়সী মুশফিক তার সেঞ্চুরি পূর্ণ করেন। পেসার এনামুল হকের অফ স্টাম্পের বাইরের বলকে স্কুপ শটে বাউন্ডারি মেরে তিন অঙ্কের কীর্তি স্পর্শ করেন। সেঞ্চুরির পর তার আগ্রাসী উদযাপনও চোখে পড়ার মতো ছিল।

মুশফিক ২০৫ বল খেলে ৮ চার ও ২ ছক্কায় ১১৫ রানে আউট হন। তার আউট হওয়ার পর সিলেটের প্রথম ইনিংস ২৯০ রানে শেষ হয়। ঢাকার দল ২০ রানের লিড নেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শততম টেস্টের আগে মুশফিকের সেঞ্চুরি

সর্বশেষ আপডেট ০৬:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম শততম টেস্ট খেলার মাইলফলকের দোরগোড়ায়। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে এই বিশেষ কীর্তি গড়ার পরিকল্পনা থাকলেও, তার আগে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত এক সেঞ্চুরি করেন মুশফিক।

সিলেট দলের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে মুশফিক নিজের ১৯তম শতকটি অর্জন করেন। গতকাল তিনি ৯৩ রানে অপরাজিত ছিলেন। আজকের দিনে সিলেটকে ঢাকার ৩১০ রানের ইনিংসের উপর লিড নিতে হলে ঝুঁকি নিতে হয়।

দিনের শুরুতে সিলেটের পরিস্থিতি ভালো ছিল না। এবাদত হোসেন এবং খালেদ আহমেদের দ্রুত আউটের পর দল ২৯০ রানে ৯ উইকেট হারায়। তখন মুশফিক অপরাজিত ৯৬ রানে ছিলেন এবং অপর প্রান্তে দলের শেষ ব্যাটসম্যান নাবিল সামাদ। তবে শঙ্কা দূর করে ৩৮ বছর বয়সী মুশফিক তার সেঞ্চুরি পূর্ণ করেন। পেসার এনামুল হকের অফ স্টাম্পের বাইরের বলকে স্কুপ শটে বাউন্ডারি মেরে তিন অঙ্কের কীর্তি স্পর্শ করেন। সেঞ্চুরির পর তার আগ্রাসী উদযাপনও চোখে পড়ার মতো ছিল।

মুশফিক ২০৫ বল খেলে ৮ চার ও ২ ছক্কায় ১১৫ রানে আউট হন। তার আউট হওয়ার পর সিলেটের প্রথম ইনিংস ২৯০ রানে শেষ হয়। ঢাকার দল ২০ রানের লিড নেয়।