বিএনপির প্রার্থী ঘোষণা
মনোনয়ন না পেয়ে বিক্ষোভ-ভাঙচুর, চার নেতা বহিষ্কার
- সর্বশেষ আপডেট ১১:৫৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 62
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিজ দলের মনোনয়ন না পাওয়ায় এমন জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড করায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তাদের বহিষ্কারাদেশ হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- সেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
মনোনয়ন না পাওয়ায় যেসব এলাকায় বিক্ষোভ-ভাঙচুর:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ-ভাঙচুর-
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী না করায় বিক্ষোভ করেছে তাঁর সমর্থকরা। সোমবার সন্ধ্যায় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। এ সময় সড়কে টায়ার জ্বালায় তারা। আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাহউদ্দিন।
কুমিল্লায় মহাসড়ক অবরোধ-
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছে দল। এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজি আমিন উর রশিদ ইয়াছিনকে প্রার্থী না করায় তাঁর সমর্থকরা বিক্ষোভ করেছে।
মাদারীপুরে ভাঙচুর, অগ্নিসংযোগ-
মাদারীপুর-১ (শিবচর) আসনে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামান কামাল মোল্লাকে প্রার্থী করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা। তারা গতকাল সন্ধ্যায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
মেহেরপুর সড়কে টায়ারে আগুন-
মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে দলের একাংশের নেতাকর্মীরা। রাত ৮টায় গাংনী উপজেলা শহরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের অনুসারীরা। প্রার্থী হিসেবে এ আসনে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়ায় সড়ক অবরোধ-
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সোহরাব উদ্দিনকে প্রার্থী না করায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সমর্থকরা। রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে তারা। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষ্মীপুর এলাকায়ও সোহরাব উদ্দিনের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। কুষ্টিয়া-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার।
যুবদল নেতা নয়নের সমর্থকদের বিক্ষোভ-
মাগুরা-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এই আসনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে প্রার্থী না করায় দলীয় নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সোমবার রাত ১০টার দিকে তারা মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া এলাকায় বিএনপি পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে।
































