আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০
- সর্বশেষ আপডেট ০১:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 106
উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফের কাছাকাছি ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ১৫০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। খবর আল জাজিরা।
ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরাঞ্চলের পাহাড়ি প্রদেশ সামানগানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জোয়ান্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সোমবার সকাল পর্যন্ত হাসপাতাল রিপোর্ট অনুযায়ী মোট ১৫০ জন আহত এবং সাতজন মারা গেছেন এবং তাদের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
এই সংখ্যা সোমবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে সংগ্রহ করা প্রতিবেদনের ভিত্তিতে জানানো হয়েছে বলে জানান তিনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় আঘাত হানে ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ২৮ কিলোমিটার। আতঙ্কে মধ্যরাতে রাস্তায় নেমে আসে বাসিন্দারা।




































