ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সিইসি নাসির উদ্দিন

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 102

সিইসি নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং গণতন্ত্রের পথে দেশ কীভাবে এগোবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর।

সোমবার (৩ নভেম্বর) সকালে আনসার ও ভিডিপির নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষার বড় ভূমিকা থাকবে। ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, সেই চিন্তা সারাক্ষণ আমার মনে আছে। এই দায়িত্বকে আমি চাকরি হিসেবে নই, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ক্রিটিক্যাল অবস্থায় গতানুগতিক ধারায় কাজ করলে হবে না; আমাদের পরিকল্পনায় ১০ লাখ মানুষ নির্বাচনে যুক্ত হবে।

সিইসি আরও জানান, ১৬ নভেম্বর আমরা পোস্টাল ব্যালটের অ্যাপ লঞ্চ করব। নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন, তারা ভোট দেবেন এবং তাদের বাড়িতে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে।

তিনি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত পর্যায়ে যাদের সঙ্গে যোগাযোগ হয় তাদের বোঝাতে হবে, সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেই যাচাই-বাছাই ছাড়া শেয়ার করা ঠিক নয়। বর্তমানে মানুষ কিছু দেখলেই সঙ্গে সঙ্গে বিশ্বাস করে।

সিইসি জানান, এআই অপব্যবহারের প্রতিরোধে একটি সেল খোলা হয়েছে, যেখানে যে কেউ যোগাযোগ করে কোনও ঘটনার সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করাও লক্ষ্যবস্তু।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিইসি নাসির উদ্দিন

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ

সর্বশেষ আপডেট ১২:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং গণতন্ত্রের পথে দেশ কীভাবে এগোবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর।

সোমবার (৩ নভেম্বর) সকালে আনসার ও ভিডিপির নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষার বড় ভূমিকা থাকবে। ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, সেই চিন্তা সারাক্ষণ আমার মনে আছে। এই দায়িত্বকে আমি চাকরি হিসেবে নই, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ক্রিটিক্যাল অবস্থায় গতানুগতিক ধারায় কাজ করলে হবে না; আমাদের পরিকল্পনায় ১০ লাখ মানুষ নির্বাচনে যুক্ত হবে।

সিইসি আরও জানান, ১৬ নভেম্বর আমরা পোস্টাল ব্যালটের অ্যাপ লঞ্চ করব। নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন, তারা ভোট দেবেন এবং তাদের বাড়িতে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে।

তিনি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত পর্যায়ে যাদের সঙ্গে যোগাযোগ হয় তাদের বোঝাতে হবে, সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেই যাচাই-বাছাই ছাড়া শেয়ার করা ঠিক নয়। বর্তমানে মানুষ কিছু দেখলেই সঙ্গে সঙ্গে বিশ্বাস করে।

সিইসি জানান, এআই অপব্যবহারের প্রতিরোধে একটি সেল খোলা হয়েছে, যেখানে যে কেউ যোগাযোগ করে কোনও ঘটনার সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করাও লক্ষ্যবস্তু।