হাতিয়ায় ১৪ লাখ টাকার সার জব্দ, আটক ৯
- সর্বশেষ আপডেট ০৮:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 105
হাতিয়ায় বিশেষ অভিযানে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার, পাচার কাজে ব্যবহৃত তিনটি কাঠের নৌকা ও নয়জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, শনিবার গভীর রাতে হাতিয়া স্টেশনের একটি বিশেষ টিম সূয়মুখি ঘাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন তিনটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ১,১৯৪ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়, যা অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযানে নয়জন পাচারকারীকে আটক করা হয় এবং জব্দ করা হয় পাচারে ব্যবহৃত তিনটি নৌকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কে. এম. শায়মুল হক বলেন, দেশীয় সম্পদ ও কৃষিজ উপকরণ পাচার রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, কোস্টগার্ড সদস্যরা নিয়মিতভাবে উপকূলীয় অঞ্চল, নদীপথ ও সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে, যাতে দেশীয় সম্পদ ও কৃষির জন্য ব্যবহৃত সার পাচার রোধ করা যায়।



































