ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠোঁট গোলাপি ও নরম রাখার সহজ উপায়

মাহমুদা বিশ্বাস
  • সর্বশেষ আপডেট ০৭:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 73

প্রতীকী ছবি

শীতের ঠান্ডা বাতাসে আমাদের ত্বকের মতোই ঠোঁটও শুস্ক ও ফেটে যায়। রুক্ষ ঠোঁট শুধু দেখতে খারাপ লাগে না, বরং ব্যথা ও অস্বস্তিকরও বটে। তাই ঠোঁটের যত্ন নেওয়া জরুরি-বিশেষ করে শীতকালে। নিয়মিত ময়েশ্চারাইজিং, এক্সফোলিয়েশন ও পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে সহযেই ঠোঁটকে রাখা যায় নরম, আদ্র ও গোলাপি। চলুন জেনে নিই ঠোঁটকে সুন্দর ও আকর্ষণীয় রাখার কয়েকটি ঘরোয়া উপাই।

শীতকালে ঠোঁট গোলাপি রাখার জন্য প্রতিদিন ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করুন। সপ্তাহে ১-২ বার ঠোঁট এক্সফোলিয়েট করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং ধূমপান বা অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ এড়িয়ে চলুন। রাতে ঘুমানোর আগে বাদাম বা নারকেল তেলের মতো প্রাকৃতিক তেল ব্যবহার করতে পারেন, যা ঠোঁটকে নরম ও আর্দ্র রাখে।

আর্দ্রতা বজায় রাখুন:
-দিনে বেশ কয়েকবার শিয়া বাটার, কোকো বাটার বা নারকেল তেল সমৃদ্ধ লিপ বাম ব্যবহার করুন।
-রাতে ঘুমানোর আগে সামান্য ঘি বা বাদাম তেল ঠোঁটে লাগালে সকালে ঠোঁট নরম থাকবে।

ঠোঁটকে এক্সফোলিয়েট করুন:
-চিনি, মধু ও লেবুর রস বা অলিভ অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ঠোঁটে আলতোভাবে ঘষুন। এটি মৃত কোষ দূর করতে সাহায্য করবে।
-সপ্তাহে ১-২ বার এক্সফোলিয়েট করতে পারেন।

প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন:
-লেবুর রস এবং মধুর মিশ্রণ ঠোঁটে লাগালে তা হালকা হতে সাহায্য করে।
-গোলাপ ফুলের পাপড়ি বেটে মধুর সঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

জীবনযাত্রায় পরিবর্তন আনুন:
-পর্যাপ্ত পরিমাণে জল পান করুন (দিনে ৮-১০ গ্লাস)।
-ধূমপান এবং অতিরিক্ত চা-কফি পান করা থেকে বিরত থাকুন।

সূর্যের আলো থেকে রক্ষা করুন:
-বাইরে বের হওয়ার সময় SPF যুক্ত লিপ বাম ব্যবহার করুন, যা ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করবে।

নিয়োমিত ব্যবহারে ঠোঁট হবে প্রাকৃতিক গোলাপি,আদ্র ও নরম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঠোঁট গোলাপি ও নরম রাখার সহজ উপায়

সর্বশেষ আপডেট ০৭:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

শীতের ঠান্ডা বাতাসে আমাদের ত্বকের মতোই ঠোঁটও শুস্ক ও ফেটে যায়। রুক্ষ ঠোঁট শুধু দেখতে খারাপ লাগে না, বরং ব্যথা ও অস্বস্তিকরও বটে। তাই ঠোঁটের যত্ন নেওয়া জরুরি-বিশেষ করে শীতকালে। নিয়মিত ময়েশ্চারাইজিং, এক্সফোলিয়েশন ও পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে সহযেই ঠোঁটকে রাখা যায় নরম, আদ্র ও গোলাপি। চলুন জেনে নিই ঠোঁটকে সুন্দর ও আকর্ষণীয় রাখার কয়েকটি ঘরোয়া উপাই।

শীতকালে ঠোঁট গোলাপি রাখার জন্য প্রতিদিন ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করুন। সপ্তাহে ১-২ বার ঠোঁট এক্সফোলিয়েট করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং ধূমপান বা অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ এড়িয়ে চলুন। রাতে ঘুমানোর আগে বাদাম বা নারকেল তেলের মতো প্রাকৃতিক তেল ব্যবহার করতে পারেন, যা ঠোঁটকে নরম ও আর্দ্র রাখে।

আর্দ্রতা বজায় রাখুন:
-দিনে বেশ কয়েকবার শিয়া বাটার, কোকো বাটার বা নারকেল তেল সমৃদ্ধ লিপ বাম ব্যবহার করুন।
-রাতে ঘুমানোর আগে সামান্য ঘি বা বাদাম তেল ঠোঁটে লাগালে সকালে ঠোঁট নরম থাকবে।

ঠোঁটকে এক্সফোলিয়েট করুন:
-চিনি, মধু ও লেবুর রস বা অলিভ অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ঠোঁটে আলতোভাবে ঘষুন। এটি মৃত কোষ দূর করতে সাহায্য করবে।
-সপ্তাহে ১-২ বার এক্সফোলিয়েট করতে পারেন।

প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন:
-লেবুর রস এবং মধুর মিশ্রণ ঠোঁটে লাগালে তা হালকা হতে সাহায্য করে।
-গোলাপ ফুলের পাপড়ি বেটে মধুর সঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

জীবনযাত্রায় পরিবর্তন আনুন:
-পর্যাপ্ত পরিমাণে জল পান করুন (দিনে ৮-১০ গ্লাস)।
-ধূমপান এবং অতিরিক্ত চা-কফি পান করা থেকে বিরত থাকুন।

সূর্যের আলো থেকে রক্ষা করুন:
-বাইরে বের হওয়ার সময় SPF যুক্ত লিপ বাম ব্যবহার করুন, যা ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করবে।

নিয়োমিত ব্যবহারে ঠোঁট হবে প্রাকৃতিক গোলাপি,আদ্র ও নরম।