ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 72

ইন্ডিগো এয়ারলাইন্স। ফাইল ছবি

বোমা হামলার হুমকি পেয়ে আতঙ্কে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান মুম্বাইয়ে জরুরি অবতরণ করছে। শনিবার (১ নভেম্বর) ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার ভোরের দিকে সৌদির উপকূলীয় শহর জেদ্দা থেকে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের উদ্দেশে রওনা হয়েছিল ইন্ডিগোর বিমানটি। খবর এনডিটিভির।

মাঝ আকাশে থাকা অবস্থাতেই হুমকি আসে যে বিমানটিতে বোমা ফিট করে রাখা হয়েছে এবং হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণ করা মাত্র সেটি বিস্ফোরিত হবে।

এই হুমকি পাওয়ার পরই মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ইন্ডিগোর বিমানটি। যাত্রীদের সবাইকে নামিয়ে উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষাও করা হয়, তবে সেটিতে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।

এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ১ নভেম্বর জেদ্দা থেকে হায়দারাবাদগামী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে একটি নিরাপত্তা হুমকি আসে এবং বিমানটিকে মুম্বাই বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।

নির্দিষ্ট প্রোটোকল মেনে আমরা তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি এবং বিমানটির পরবর্তী ফ্লাইটের ছাড়পত্র দেওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতীয় বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ

সর্বশেষ আপডেট ০৫:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

বোমা হামলার হুমকি পেয়ে আতঙ্কে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান মুম্বাইয়ে জরুরি অবতরণ করছে। শনিবার (১ নভেম্বর) ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার ভোরের দিকে সৌদির উপকূলীয় শহর জেদ্দা থেকে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের উদ্দেশে রওনা হয়েছিল ইন্ডিগোর বিমানটি। খবর এনডিটিভির।

মাঝ আকাশে থাকা অবস্থাতেই হুমকি আসে যে বিমানটিতে বোমা ফিট করে রাখা হয়েছে এবং হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণ করা মাত্র সেটি বিস্ফোরিত হবে।

এই হুমকি পাওয়ার পরই মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ইন্ডিগোর বিমানটি। যাত্রীদের সবাইকে নামিয়ে উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষাও করা হয়, তবে সেটিতে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।

এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ১ নভেম্বর জেদ্দা থেকে হায়দারাবাদগামী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে একটি নিরাপত্তা হুমকি আসে এবং বিমানটিকে মুম্বাই বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।

নির্দিষ্ট প্রোটোকল মেনে আমরা তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি এবং বিমানটির পরবর্তী ফ্লাইটের ছাড়পত্র দেওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করা হয়।